সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

মুরাদনগরের সুরানন্দীতে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান।

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
জুলাই ২১, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ


মুরাদনগরের সুরানন্দীতে অবৈধ ড্রেজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান
এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা, দুটি ড্রেজার ও ২০০০ ফুট পাইপ অপসারণ

মুরাদনগর (কুমিল্লা), ২১ জুলাই ২০২৫: অনিক হাসান
কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সুরানন্দী গ্রামে আজ মোবাইল কোর্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কৃষিজমি হতে ড্রেজিং করে মাটি উত্তোলনের দায়ে একজন ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে “বালুমাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, অভিযানের সময় পাহাড়পুর ইউনিয়নের আরও দুইটি স্থানে অবৈধভাবে স্থাপন করা দুইটি ড্রেজার মেশিন এবং প্রায় ২০০০ ফুট পাইপ অপসারণ করা হয়। এসব ড্রেজার ও পাইপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি উত্তোলন করা হচ্ছিল, যা ফসলি জমির উর্বরতা নষ্ট করছে এবং আশপাশের পরিবেশের জন্য হুমকিস্বরূপ হয়ে উঠেছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমির সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান উৎস। কিছু ব্যক্তি ব্যক্তিগত লাভের আশায় যেভাবে কৃষিজমিকে ধ্বংস করছে, তা কখনোই মেনে নেওয়া হবে না। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে যারা এ ধরনের অবৈধ ড্রেজিং ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং জানান, অবৈধভাবে কৃষিজমি নষ্ট করে মাটি উত্তোলনের কারণে এলাকার পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছিল। মোবাইল কোর্টের এই কার্যক্রমে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

পরিবেশ, কৃষিজমি ও জনস্বার্থ রক্ষায় মুরাদনগর উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসনীয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ১৫ জন ব্যক্তিকে জরিমানা করেন।

নালিতাবাড়ীতে দুই দিন ব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন।

ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে কর্মী বৈঠক অনুষ্ঠিত

🛑 রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৪, মাছ ধরার টেটা দিয়ে হত্যা

পার্টি অফিস’ নাটকের হাটা স্টাইল ঘিরে বিতর্ক: আওয়ামী লীগের এক নেতাকে কেন্দ্র করে চরম তুলপাল

নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

⸻মুরাদনগর: ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সাক্ষ্য

কিশোরগঞ্জে ডিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

0x1c8c5b6a

0x1c8c5b6a

0x1c8c5b6a

0x1c8c5b6a