শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নালিতাবাড়ী সীমান্তে আবারও পুশইন,বাংলাদেশের ২১ রোহিঙ্গাকে

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ণ

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে রোহিঙ্গা পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে কিলাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা নারী-পুরুষ ও শিশু সহ ২১জন রোহিঙ্গাকে সীমান্তের ১১১৬ নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক পুরুষ, ৫ জন নারী এবং ১১ জন শিশু ও কিশোর রয়েছে। আটককৃতরা ৬ টি পরিবারের সদস্য বলেন জানান। তাদেরকে সীমান্তবর্তী হাতিপাগাড় বিজিবি ক্যাম্পের আওতাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তার জন্য রাখা হয়েছে।

২০১৭ সালে উখিয়া থেকে পালিয়ে ভারতে যাত্রা
বিজিবির প্রাথমিক তদন্তে জানা যায়, এসব রোহিঙ্গা ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার সময় কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়। পরে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে জম্মু-কাশ্মীর অঞ্চলে গিয়ে হোটেল ও বাসাবাড়িতে শ্রমিক হিসেবে কাজ শুরু করে।

প্রায় এক মাস আগে ভারতীয় পুলিশের এক অভিযানে অবৈধ অভিবাসী হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তারা রোহিঙ্গা বলে পরিচয় দিলে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে, এবং বিএসএফ রাতের আঁধারে বাংলাদেশে পুশইন করে দেয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান বলেন, এর আগে চলতি মাসের ১১ জুলাই একই উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে ১০ জন নারী-পুরুষ ও শিশুকে একইভাবে বাংলাদেশে পুশইন করেছিল বিএসএফ।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আবারও ২১জনকে বাংলাদেশে রোহিঙ্গাকে পুশইন করেন ভারতীয় বিএসএফ । আটকারি ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তাদের পরিচয় নিশ্চিত করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

বাংলাদেশ এখন বিশ্বের ৪৭তম ক্ষমতাধর দেশ।

“মসজিদ-মাজারে হামলা করলে কাউকে ছাড়া হবে না” — কিশোরগঞ্জে কড়া বার্তা ধর্ম উপদেষ্টার

নালিতা বাড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই ব্যক্তির কারাদণ্ড।

৩৬ জুলাই উপলক্ষে ছাত্রশিবিরের ব্যতিক্রমধর্মী ‘ফতেহ গণভবন সাইকেল র‌্যালি’

বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থতা: বিসিবির ভুল নীতির খেসারত?

কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি স্থগিত ঘোষণা।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের ও সাধারণ জনগণ এর গণশুনানি কার্যক্রম।

নবীপুরে প্রাক্তন জেলা দায়রা জজের বাড়িতে অগ্নিকাণ্ড — তদন্তের দাবি এলাকাবাসীর

মুরাদনগরের ঘটনা: ধর্ষণ না পরকীয়া? প্রশ্ন উঠছে ঘটনার প্রেক্ষাপট নিয়ে।