রাজধানীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদাম থেকে প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে সামুরাই ছুরি ও চাপাতি রয়েছে, যা সরবরাহ করা হতো কিশোর গ্যাং, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের কাছে।
শনিবার রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে ব্রিফিংয়ে মোহাম্মদপুর সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টানা দুই দিন অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়। তিনি বলেন, এসব অস্ত্রের কোনো গৃহস্থালি ব্যবহার নেই এবং সাম্প্রতিক মাসগুলোতে এগুলো ব্যবহার করে হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, কিছু ব্যবসায়ী এসব অস্ত্র ভাড়া বা বিক্রি করত অপরাধীদের কাছে। বিষয়টি গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। উদ্ধারকৃত অস্ত্র আইনগত প্রক্রিয়ার জন্য গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সেনাবাহিনী ব্যবসায়ী সমাজকে সতর্ক করে জানিয়েছে—বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই সামুরাই ছুরি বা ধারালো অস্ত্র বিক্রি করা যাবে না। সাধারণ মানুষকে অবৈধ অস্ত্রের ব্যবসা দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিতে অনুরোধ করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, “কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য যেকোনোভাবে বন্ধ করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে।”