কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় কিশোরগঞ্জ আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ হয়।
জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সভায় বক্তারা দাবি জানান, দেশের সার্বিক সংস্কারের জন্য ন্যায়ের ভিত্তিতে রাজনৈতিক ব্যবস্থা গঠন, গণহত্যার সঠিক বিচার নিশ্চিতকরণ এবং সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই।