ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার ইসলামাবাদে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, “গত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। আমরা চাই, অন্যান্য দেশের মতোই পাকিস্তানের সঙ্গেও একটি স্বাভাবিক ও পারস্পরিক সম্মানজনক সম্পর্ক গড়ে উঠুক। এর বাইরে বাড়তি কিছু চাওয়ার নেই।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধসংক্রান্ত ইসহাক দারের একটি মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “তিনি বলেছেন, ৭১-এর ইস্যু নাকি দুইবার সমাধান হয়েছে। যদি সত্যিই সমাধান হয়ে থাকত, তাহলে তো আর এখন কোনো প্রশ্ন থাকত না। আমাদের অবস্থান পরিষ্কার— গণহত্যার স্বীকৃতি দিতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।”
বৈঠকে স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, “আমাদের বাণিজ্য ভারসাম্য পাকিস্তানের দিকে ঝুঁকে আছে, সেটি আমরা স্পষ্ট করেছি। আমরা চাই সাফটার আওতায় টেক্সটাইল, ওষুধ, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি ও জ্বালানি খাতে বাজারে প্রবেশাধিকার পাওয়া যাক।”
তিনি আরও জানান, পরিবহন ও যোগাযোগ, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের সঙ্গে নিয়মিত জাহাজ চলাচলের বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও আলোচনায় উঠে এসেছে।