কিশোরগঞ্জ প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান মুক্তিকামী শক্তিকে ‘কালো শক্তি’ ও সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলে কটূক্তি করার প্রতিবাদে কিশোরগঞ্জে গণজুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় শহরের গুরুদয়াল কলেজ মাঠে সাধারণ ছাত্র-জনতা এ কর্মসূচি পালন করে। তারা ফজলুর রহমানকে অবিলম্বে ক্ষমা চাইতে ও দল থেকে বহিষ্কারের দাবি জানান, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। একইসাথে তাকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া, সদস্য সচিব ফয়সাল প্রিন্স, সাবেক মুখপাত্র সাবিরুল হক তন্ময়সহ সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।