তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধুর ডাকে বাড়িতে গিয়ে প্রাণ হারালেন তুলা মিয়া (৩৫ )উপজেলার ছালুয়াতলা গ্রামের নুরুল আমীনের ছেলে। রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছালাতলা গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হক (৩৮) একই ইউনিয়নের গেরাপচা গ্রামের মৃত বক্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়ার বন্ধু নাজমুল হোসেন তাকে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তুলা মিয়া।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।