চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে অন্তত দেড় হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০০ জন শিক্ষার্থীকে সেখানে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
রবিবার (৩১ আগস্ট) রাতে চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফারহানা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষে আহত শিক্ষার্থীদের অনেকের শরীরে আঘাত, কাটা ও গভীর ক্ষত রয়েছে। কারও কারও মাথা, কপাল ও শরীরের বিভিন্ন অংশে জখম দেখা গেছে। কেউ কেউ রক্ত জমাট বাঁধা কালো দাগ নিয়ে চিকিৎসা নিয়েছেন।
ডা. ইয়াসমিন আরও জানান, আহতদের চিকিৎসা দিতে মেডিকেল সেন্টারে অতিরিক্ত জনবল নিয়ে কাজ করতে হয়েছে। এখনো অনেক শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, সংঘর্ষের পেছনের কারণ এখনো স্পষ্ট না হলেও, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।