শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

দীর্ঘ দেড় মাসের অসুস্থতা কাটিয়ে অবশেষে জনসম্মুখে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ণ

দীর্ঘ দেড় মাসের অসুস্থতা কাটিয়ে অবশেষে জনসম্মুখে এলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সকালে রাজধানীর কাফরুলে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি আবারও কথা বলেন গণমাধ্যমের সামনে।

বক্তব্যের শুরুতেই তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন—
“আল্লাহ তৌফিক না দিলে আমি আজ আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। এই সময়টা আমার মনে হয়েছে, জাতিকে কিছু বলার দায়িত্ব আমার। সেই দায়িত্বই পালন করতে এসেছি।”

১৯ জুলাই ঢাকায় এক সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিক। মঞ্চেই পড়ে গেলে, উপস্থিত নেতাকর্মীরা তাঁকে তাৎক্ষণিকভাবে ধরে বসান। পরে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানায়— তাঁর রক্তচাপ, গ্লুকোজ এবং মস্তিষ্কের অবস্থা স্বাভাবিক থাকলেও, হৃদ্‌যন্ত্রে জটিলতা থাকতে পারে।

পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালের অধ্যাপক ডা. মমিনুজ্জামানের আহ্বানে শুরু হয় চিকিৎসা।
২২ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর হৃদযন্ত্রে ব্লক শনাক্ত করে। তাঁকে পরামর্শ দেওয়া হয় বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার।

কিন্তু ডা. শফিক তা নাকচ করে বলেন—
“চিকিৎসকরা বলেছিলেন সিঙ্গাপুর, ব্যাংকক, এমনকি আমেরিকার কথা। আমি বললাম, আল্লাহ কি কেবল ওসব দেশেই আছেন? যদি সেখানে সুস্থ করতে পারেন, তবে আমার জন্মভূমিতেও করতে পারেন।”

তিনি জানান, দেশেই চিকিৎসা নিয়ে এখন অনেকটাই সুস্থ।
বললেন— “সুস্থতা-অসুস্থতা একমাত্র আল্লাহর হাতে। আমি বিশ্বাস করি, তিনিই আমাকে আবার কথা বলার শক্তি দিয়েছেন।”

দলীয় নেতাকর্মীরা বলছেন, এই সময়ে দলের শীর্ষ নেতৃত্বকে সক্রিয়ভাবে জনসম্মুখে দেখতে পাওয়া কর্মীদের জন্য এক ধরনের আত্মবিশ্বাসের বার্তা।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ট্রেন দূর্ঘটনা এখন বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে।

সাংবাদিক দেখেই ফেনসিনডিল রেখেই দৌড়ে পালায় মাদক কারবারী।

0x1c8c5b6a

0x1c8c5b6a

শেরপুরে অটোচালক খুন, ছিনতাই অটোরিকশা।

ঐতিহ্যের নিদর্শন: কুমিল্লা জমিদার বাড়ি

৭১-সংক্রান্ত মন্তব্যে ইসহাক দারের সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

মধুটিলা ইকোপার্কে খরগোশ নিয়ে জীবিকা নির্বাহ করছেন মনির

শেরপুরের নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকারের আকস্মিক মৃত্যু ।

নালিতাবাড়ীতে ‘দক্ষতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার’ রচনা ও পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হৃদয়ের গভীর থেকে উৎসারিত মাতৃত্ব ও আত্মত্যাগ: পিতার প্রাণরক্ষা করেছিল কন্যার বুকের দুধ