মুরাদনগর প্রতিনিধি: অনিক চৌধুরী
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা হাই স্কুলে বহিরাগতদের হাতে এক শিক্ষক আক্র*মণের ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
ঘটনার পরপরই বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তারা আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এসময় উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্তদের গাড়ি ভাংচুর করে এবং স্কুল গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বহিরাগতদের দ্বারা শিক্ষক আক্র*মণের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিক্ষকরা যদি নিরাপদ না থাকেন তবে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হবে।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চালায় এবং বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করার উদ্যোগ নেয়। তবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা দাবি জানায়, দোষীদের দ্রুত আইনের আওতায় না আনা হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।
এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।