ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতেই জয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ নির্বাচনে ছাত্রশিবিরের এমন সাফল্য দলটির জন্য বড় এক রাজনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এই ফলাফলকে ঘিরে আলোচনার ঝড় উঠেছে। ছাত্রশিবিরের পক্ষে নির্বাচিত প্রতিনিধিরা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করাই হবে তাদের মূল লক্ষ্য।
অন্যদিকে, বাকি তিনটি পদে জয় পেয়েছে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রার্থীরা। নির্বাচনের ফলাফল ঘোষণার পর কিছু জায়গায় হালকা উত্তেজনা দেখা গেলেও সার্বিকভাবে পরিবেশ শান্ত ছিল বলে জানিয়েছে প্রশাসন।
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ছে, এবং এ ধরনের অংশগ্রহণ গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।