কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা বিএনপির আসন্ন সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বইছে নতুন প্রত্যাশা ও উদ্দীপনার জোয়ার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের বত্রিশ জেলা সড়ক মোড়ের উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি সোহেল।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এডভোকেট আবু আহমেদ ফয়জুল করিম মুবিনের উদ্যোগে আয়োজিত এ সভাকে ঘিরে শুরু থেকেই নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। ফুলেল শুভেচ্ছা, স্লোগান ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
“সোহেল ভাই এগিয়ে চলো, কিশোরগঞ্জ তোমার সাথে”—নেতাকর্মীদের এমন স্লোগানে প্রমাণ মেলে ভিপি সোহেলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার।
আলোচনা সভায় বক্তব্যে ভিপি সোহেল বলেন,
“আমি কিশোরগঞ্জ জেলা বিএনপিকে আরও সংগঠিত, গতিশীল ও আধুনিক ধারার নেতৃত্বে নিয়ে যেতে চাই। কর্মীদের ভালোবাসা আমাকে সাহস জোগায়। এই সম্মেলন হবে পরিবর্তনের সূচনালিপি।”
তিনি আরও বলেন,
“বিএনপির প্রতিটি কর্মীই আমাদের মূল শক্তি। সম্মেলনের মাধ্যমে আমরা আরও ঐক্যবদ্ধ হবো এবং আগামীর আন্দোলন-সংগ্রামে প্রস্তুত থাকবো।”
সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, ভিপি সোহেল একজন সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতা। কর্মীরা তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির আসন্ন সম্মেলন শুধু নেতৃত্ব পরিবর্তনের মঞ্চ নয়; বরং দলকে নতুন দিকনির্দেশনা দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।