শনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, একের পর এক মিথ্যা অভিযোগ দেয়া হচ্ছে দলের বিরুদ্ধে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই-সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে। যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল, তারাও এখন বিএনপিকে নিয়ে সমালোচনা করে। বারবার বিএনপিকে ধ্বংসের চেষ্টা হয়েছে, দল ভাঙতে চেয়েছিল—কিন্তু পারেনি। ফিনিক্স পাখির মতো বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “গুম-খুন করে যারা বিএনপিকে দুর্বল করতে চেয়েছিল, তারা এখন দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপি কোনোদিন মাথা নত করেনি, আর করবে না। তাই নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শের ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান।”

বিএনপি মহাসচিব বলেন, “আজকের এই সম্মেলন কোনো সাধারণ সম্মেলন নয়। ১৫ বছরের ত্যাগ-তিতিক্ষার পর এ সুযোগ এসেছে। যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হয়ে যাবেন—এ কথাটা সবাইকে মনে রাখতে হবে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম এ হাই, কেন্দ্রীয় নেতা কাজী মনিরুজ্জামান মনিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতা।

সম্মেলনস্থলে সকাল থেকেই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। পুরোনো স্টেডিয়াম প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। নানা রঙের ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় পুরো এলাকা সাজানো হয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা অফিসের সুপারভাইজারের নির্দেশেসরকারি বই পাচার, নেওয়া হয়নি ব্যবস্থা।

নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোনা মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

সাংবাদিক দেখেই ফেনসিনডিল রেখেই দৌড়ে পালায় মাদক কারবারী।

0x1c8c5b6a

0x1c8c5b6a

মোটরসাইকেলের কাগজপত্র হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি

ইলেকট্রিক ফাঁদে শট খেয়ে বক শিকারীর মৃত্যু

“রৌমারীর মাঠে বারি বেগুন-১২ চাষে সাফল্য: লাউ বেগুনে ভাগ্য বদলে দেওয়ার গল্প”

অর্থের জন্য চিকিৎসার অভাবে মৃত্যুর মিছিলে অসহায় চরবাসী – রাজিবপুরে স্ট্রোকে মৃত্যুর করুণ চিত্র

মুরাদনগরে অনুমোদনহীন শিশু খাদ্য তৈরির কারখানায় মোবাইল কোর্টের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস মোগলা বাজার রেল স্টেশনে মারাত্মকভাবে লাইনচ্যুত হয়েছে