আকাশ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর উপশাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী কুইজ প্রতিযোগিতা। যাদুরচর হাই স্কুল ও যাদুরচর ডিগ্রি কলেজে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক ছাত্র-ছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান।
অনুষ্ঠানে আরো ছিলেন রৌমারী উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আলীম যাদুরচর উপশাখার সভাপতি খাইরুল হাসান রোকন এবং স্থানীয় শিবির কর্মী ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনায় সরাসরি সহযোগিতা করেন উক্ত স্কুল ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে শিক্ষা উপকরণমূলক উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের মাঝে এ আয়োজন ব্যাপক উৎসাহ ও আনন্দ তৈরি করে। অনেকে বলেন, এধরনের ইসলামিক ও জ্ঞানভিত্তিক আয়োজন তাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে।