কিশোরগঞ্জ সদর প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যানের দাবিতে সাধারণ ছাত্রজনতার পক্ষে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করেছে।
রবিবার (তারিখ উল্লেখযোগ্য হলে এখানে বসাতে হবে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। প্রতিনিধি দলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, কিশোরগঞ্জ ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে ঢাকা বিভাগের অংশ এবং জনগণের মতামত উপেক্ষা করে জেলা স্থানান্তরের যেকোনো উদ্যোগ গণবিরোধী হিসেবে বিবেচিত হবে।
এসময় জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন।