সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে ৯ জনের কারাদণ্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ১৩, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ



‎ নিজস্ব প্রতিনিধি
‎শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি বালু মহাল বন্ধ থাকা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক এ দণ্ডাদেশ প্রদান করেন।

‎দণ্ডপ্রাপ্তরা হলেন—আকতার হোসেন, মাহবুল, আব্দুল মজিদ, রিপন মিয়া, রবিউল ইসলাম, হারুন আর রশিদ, মোস্তফা, মামুন ও আছর উদ্দিন। এর মধ্যে রবিউল ইসলামকে ২ দিনের, আছর উদ্দিনকে ২৫ দিনের এবং বাকি ৭ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি ভাবে বালু মহাল বন্ধ থাকলেও সম্প্রতি উপজেলার কালঘোষা ও গজনী বিট এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যাটারিচালিত অটোভ্যানের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানের সময় অবৈধ বালু বহনকারী ১০টি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি ট্রলি আটক করা হয়। পরবর্তীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার লঙ্ঘন ও ১৫(১) ধারার অপরাধে আটক ৯ জনকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডাদেশ প্রদান করা হয়।

‎দণ্ডাদেশ ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের প্রিজন ভ্যানে করে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “সরকারি বালু মহাল বন্ধ থাকা অবস্থায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই কালঘোষা ও গজনী বিট এলাকায় প্রভাবশালী একটি চক্র সরকারি অনুমতি ছাড়া নদী ও খাল থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর প্রাকৃতিক প্রবাহ ব্যাহত হওয়া ছাড়াও এলাকাবাসীর বসতবাড়ি ও ফসলি জমি নদীভাঙনের ঝুঁকিতে পড়ে। এই অভিযানকে কেন্দ্র করে এলাকায় স্বস্তি ফিরেছে এবং স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

শেরপুর জেলায় অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ সুরক্ষা, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেন নালিতাবাড়ী উপজেলা।

নালিতাবাড়ীর আশ্রয়ণ প্রকল্পের প্রায় ঘর গুলোই তালাবদ্ধ। ঘর বরাদ্দ থাকলেও উপকারভোগীদের খোঁজ মেলেনি।

নালিতাবাড়িতে ( টি আইবি) সচেতন নাগরিক কমিটি (সনাক), নালিতাবাড়ীর আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস পালিত।

কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক।

১৫ বছর পর সম্মেলনে ফখরুলের হুঁশিয়ারি: যে নেতার নামে স্লোগান হবে, সেই মাইনাস হবেন

উপজেলা প্রেসক্লাবের লং মার্চ অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে ।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল ৫ আগস্ট।

ভারতে বাংলাদেশের প্রথম মিসাইল! এশিয়া কাপে ভারত কে উড়িয়ে দিলেন নবীন টাইগার।

আজ ঢাকায় দুটি বড় সমাবেশ — শহীদ মিনার ও শাহবাগ ঘিরে ডিএমপির সতর্কতা।

শেষ ঠিকানার কারিগর আর নেই: কিশোরগঞ্জের মনু মিয়ার মর্মস্পর্শী বিদায়।