বিস্তারিত:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াল গ্রামের বাসিন্দা ও কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী খলিল তার এইচএসসি মূল সার্টিফিকেট হারিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন।
ঘটনাটি ঘটে গত ১১ অক্টোবর (শনিবার) সকালে। জানা যায়, খলিল ব্যক্তিগত কাজে কাজিয়াল গ্রাম হইতে দাররা বাজারে যাওয়ার পথে তার ব্যাগে রাখা এইচএসসি মূল সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র হারিয়ে ফেলেন।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কাগজপত্র না পাওয়ায় খলিল ঘটনাটি মুরাদনগর থানায় অবহিত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ভুক্তভোগী খলিল বলেন, “আমার সার্টিফিকেটটি জীবনের জন্য অত্যন্ত মূল্যবান ছিল। অনেক খুঁজেও পাইনি, তাই থানায় জিডি করতে হয়েছে।”
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, খলিল বর্তমানে শিক্ষা বোর্ডে যোগাযোগ করে নতুন সার্টিফিকেট পুনঃপ্রাপ্তির প্রক্রিয়া শুরু করেছেন।
প্রশাসন ও স্থানীয় সচেতন মহল সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যেন গুরুত্বপূর্ণ নথিপত্র বহনের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।