বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কিশোরগঞ্জে বিএনপির শক্তিশালী প্রদর্শন: প্রার্থীতা ঘোষণার পরদিন মাজহারুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ, ১৬ অক্টোবর ২০২৫:

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ-হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের প্রার্থীতা ঘোষণার পরদিন কিশোরগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়েছে বিশাল মিছিল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এক পর্যায়ে পুরো শহর মাজহারুল ইসলামের নেতৃত্বে “গণতন্ত্র ফিরিয়ে দাও, ভোটাধিকার দাও”— এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

জানা যায়, বুধবার প্রার্থীতা ঘোষণার পর থেকেই কিশোরগঞ্জ ও হোসেনপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর বিএনপির ব্যানারে এমন জনসমাগমে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

মিছিলে জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিরুজ্জামান ও মো. ইসমাইল হোসেন মধু, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাফিল মিয়া, যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক, কারা নির্যাতিত নেতা খায়রুল ইসলাম, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক নেতা মারুফসহ হোসেনপুর ও কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিলে অংশ নিয়ে মো. মাজহারুল ইসলাম বলেন,
“এই জনসমুদ্র প্রমাণ করে কিশোরগঞ্জ ও হোসেনপুরের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রস্তুত। আমি জনগণের অধিকার ও ন্যায়বিচারের জন্য আজীবন লড়েছি, ইনশাআল্লাহ আগামী দিনেও লড়বো।”

তিনি আরও বলেন,
“আমাদের লক্ষ্য শুধু নির্বাচন নয়— দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার করা। কিশোরগঞ্জের মানুষ আজ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই আমি মাঠে নেমেছি।”

মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাজহারুল ইসলামের নেতৃত্বে কিশোরগঞ্জ বিএনপি নতুনভাবে সংগঠিত হচ্ছে। তার প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে জেলার রাজনীতিতে বিএনপি আবারও শক্ত অবস্থানে ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মিছিল কিশোরগঞ্জে বিএনপির রাজনীতিতে এক “নতুন গতি” এনে দিয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রাউজানে বিএনপির ২ গ্রুপের ভয়াবহ সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-আগুন।

শেরপুর জেলায় অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ সুরক্ষা, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেন নালিতাবাড়ী উপজেলা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা কর্মসূচি ও প্রচারণা সভা অনুষ্ঠিত দৌলতপুরে

অসহায় বিধবাপল্লীর বিধবারা, কষ্টে দিন পার করছে দেখার কেউ নেই

আওয়ামী লীগ ভারতের দালাল, বিএনপির জন্ম আধিপত্যবিরোধী সংগ্রামে: আব্দুস সালাম

রাঙামাটি শহরে সংঘাতের ক্ষত, ভয় কাটেনি

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ।

0x1c8c5b6a

0x1c8c5b6a

মুরাদনগরে ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-২