তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে কাকরকান্দি–নালিতাবাড়ী সড়কের সুতিয়ারপাড় বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি প্রাইভেটকার অতিরিক্ত গতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হাদিউল (বয়স অজ্ঞাত) গুরুতর আহত হন এবং তার সঙ্গে থাকা কামরুলও সামান্য আঘাত পান। তারা দুজনই কাকরকান্দি ইউনিয়নের হাতীবান্ধা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দুর্ঘটনার পর প্রাইভেটকারটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।