তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
আশার তীর্থযাত্রী, ফাতেমা রাণী মা মারিয়া—এই মূল সুরকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা বারমারী সাধু লিওর খ্রিষ্টান ধর্মপল্লীতে এবারের তীর্থ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকালে ফাতেমা রাণী মা মারিয়ার তীর্থ উদযাপন কমিটির আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বারোমারি মিশনের ফাদার তরুণ বনোয়ারী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।
বাংলাদেশের রোমান ক্যাথলিক খ্রিস্টানদের জন্য পর্তুগালের ফাতেমা নগরীর আদলে নির্মিত এই তীর্থস্থানটি প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়। আসন্ন ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৫ দুই দিনব্যাপী বার্ষিক তীর্থ উৎসব অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সভায় ফাদার তরুণ বনোয়ারী তীর্থ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করেন এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, কম্পানি কমান্ডার বিজিবি, উপজেলা ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক, পোড়াগাও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর চৌধুরী, গণমাধ্যম কর্মী এবং তীর্থ উদযাপন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তীর্থ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতাও কামনা করা হয়।
ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও আশার বার্তা নিয়েই অনুষ্ঠিত হবে এবারের তীর্থযাত্রা।



















