কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা আমীর ও নিকলী-বাজিতপুর আসনের এমপি প্রার্থী অধ্যাপক রমজান আলী আজ বাজিতপুর উপজেলার পিরিজপুরে এক উঠান বৈঠকে মহিলা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
বৈঠকে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন, নারীর শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “দেশের অগ্রযাত্রায় নারীর ভূমিকা অপরিসীম। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।”
উঠান বৈঠকে স্থানীয় নারী নেত্রী, তরুণ ভোটার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

                    








                                    








