শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নালিতাবাড়ীর পানিহাতায় ভোগাই নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু ।

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পাহাড়ে বেড়াতে এসে ভোগাই নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে মামাতো ফুফাতো দুই ভাইয়ের সলিল সমাধি ঘটেছে। এরা হলো- এ বছর এইএচসি পরীক্ষার্থী মিহান (১৯) ও সপ্তম শ্রেণি পড়–ুয়া সাজিত (১৩)। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে পাহাড়ঘেঁষা ভোগাই নদীর লক্ষীডোবায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের সাথে বেড়াতে আসা স্বজনরা জানায়, সাজিত ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের স্কুল শিক্ষক আহাম্মদ আলীর ছেলে মিহান ও ময়মনসিংহ সদরের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ন কবীরের ছেলে সাজিতসহ ১৮ জন মিলে পারিবারিকভাবে পানিহাতা পাহাড়ে বেড়াতে আসে। দুপুরে পাহাড়ের গা ঘেঁষা নদী ভোগাইয়ের লক্ষীডোবার কাছাকাছি মামাতো ফুফাতো ওই দুই ভাই গোসল করতে নামে। এসময় তারা নদীর বালুচরে হাটতে গিয়ে অসাবধানতা বশত পা পিছলে প্রথমে সাজিত গভীরে তলিয়ে যেতে থাকে। এসময় তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে জড়াজড়ি করে দুই ভাই গভীরে তলিয়ে যায়। সাথে আসা তাদের চাচা সোহরাব ভাগ্নে ও ভাতিজাকে বাঁচাতে নদীতে ঝাপ দিলেও তিনি নদীতে থাকা পাথরে আঘাত পেয়ে পড়ে যান। ততক্ষণে দুই ভাই নিখোঁজ হয়ে যায়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর পাঠানো হলে বিকেল পৌণে চারটার দিকে নদীল তলদেশ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত জামালপুর থেকে নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি নদী ভোগাইয়ে আসি। ডুবুরি নামানোর পর দ্রুত সময়ের মধ্যেই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে বেড়াতে এসে দুই ভাইয়ের সলিল সমাধির ঘটনায় স্বজন ছাড়াও ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বন্যা কবলিত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় ছাত্রশিবিরের মানবিক তৎপরতা।

হুবেই প্রদেশে ২০ বছর ধরে হাতুড়ি হিসেবে ব্যবহৃত আস্ত গ্রেনেড

নালিতাবাড়ীতে দুই দিন ব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন।

ভালুকায় মা ও শিশুসহ ৩ জনকে হত্যার ঘটনায় প্রধান আসামী নজরুল আটক।

কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক।

অদম্য মেধাবী নাজমুস সাকিবের স্বপ্নপূরণে সহযোগিতা চাই ভ্যানচালক বাবা।

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ: “বিএনপির জন্য করুণা হয়” — মুফতি ফয়জুল করীম

শেষ ঠিকানার কারিগর আর নেই: কিশোরগঞ্জের মনু মিয়ার মর্মস্পর্শী বিদায়।

গোমতী নদীর পাড়ে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে

পরকীয়া করতে গিয়ে ধরা পড়লেন ‘বৈষম্য বিরোধী নেতা’ রাকিব।