সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

মুশফিকুল ফজল আনসারী: মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস হবে জনবান্ধব।

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৬:২২ পূর্বাহ্ণ

মেক্সিকো সিটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে আরও জনবান্ধব ও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দূতাবাসের কার্যক্রম পরিচালিত হবে।

সম্প্রতি এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত আনসারী বলেন, “প্রবাসীদের সমস্যা সমাধানে আমরা দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেব। বাংলাদেশি নাগরিকদের যেকোনো প্রশাসনিক ও কূটনৈতিক সহায়তা সহজ করতে দূতাবাস সবসময় প্রস্তুত থাকবে।” তিনি আরও জানান, মেক্সিকোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির কল্যাণে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে।

রাষ্ট্রদূত উল্লেখ করেন, পাসপোর্ট নবায়ন, ভিসা সংক্রান্ত সহায়তা, বিভিন্ন প্রশাসনিক নথিপত্র প্রদান এবং বাংলাদেশ-মেক্সিকো দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দূতাবাস সক্রিয় ভূমিকা রাখবে। এছাড়া, প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি হেল্পলাইন চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “একটি জনবান্ধব দূতাবাস আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা। আশা করি, রাষ্ট্রদূতের নেতৃত্বে এটি বাস্তবায়িত হবে।”

মেক্সিকোতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যাতে সহজে দূতাবাসের সেবা গ্রহণ করতে পারেন, সেজন্য অনলাইন ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে বলেও রাষ্ট্রদূত আশ্বাস দেন।

উল্লেখ্য, মুশফিকুল ফজল আনসারী সম্প্রতি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার নেতৃত্বে দূতাবাসের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কিশোরগঞ্জে তরুণ শিক্ষার্থীদের ভীর।

বন্যা কবলিত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় ছাত্রশিবিরের মানবিক তৎপরতা।

ভারতে বাংলাদেশের প্রথম মিসাইল! এশিয়া কাপে ভারত কে উড়িয়ে দিলেন নবীন টাইগার।

0x1c8c5b6a

0x1c8c5b6a

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের আলো ছাড়াই কাটাতে হচ্ছে রাতের পর রাত

বিদ্যানন্দে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা।

নালিতা বাড়িতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেন।

কিশোরগঞ্জ সদরে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

কুড়িগ্রাম জেলায় নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দূর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে টাঙ্গাইলে প্রায় ৭ হাজার আনসার সদস্য মোতায়েন।