শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

যাত্রাপুরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৫ ২:০২ পূর্বাহ্ণ


কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিংহাড়িয়া গ্রামের কবরস্থানের পাশে অবৈধভাবে স্থাপিত একটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৮ আগস্ট ২০২৫) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসনের সূত্রে জানা যায়, কবরস্থানের পাশে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এর ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল এবং কবরস্থানের পবিত্রতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছিল। পাশাপাশি গ্রামবাসীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল এবং ভাঙন ও অন্যান্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছিল।

অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি অপসারণ করা হয় এবং প্রায় এক হাজার ফুট পাইপ জব্দ করে তুলে নেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। গ্রামবাসী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরে তারা ড্রেজারের কারণে ভোগান্তিতে ছিলেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, কবরস্থানের মতো সংবেদনশীল স্থানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অন্যান্য