বুধবার , ১৫ অক্টোবর ২০২৫ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

জুসে চেতনানাশক মিশিয়ে ধর্ষণচেষ্টা, হাসপাতালে খালা শাশুড়ি

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: আবু সালমান, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগরে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খালা শাশুড়িকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে আপন ভাগ্নি জামাইয়ের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত ভাগ্নি জামাই মো. আরিফ (২৮) ওই এলাকার ভুট্ট মাঝির ছেলে। তিনি পেশায় মৎস্য শিকারি (জেলে)।
বর্তমানে ভুক্তভোগীকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে থানার ওসি তহিদুল ইসলাম হাসপাতালে গিয়ে ভিকটিমের খোঁজখবর নিয়েছেন।

ভুক্তভোগীর আত্মীয় মফিজুর রহমান জানান, টাকা-পয়সা লেনদেনের অজুহাতে ওই রাতে আরিফ ভিকটিমের ঘরে আসে। সঙ্গে করে ফ্রুটিকা জুস নিয়ে এসে খালা শাশুড়ি ও তার ৬ বছরের শিশুপুত্রকে খেতে দেয়। আপন ভাগ্নি জামাই হিসেবে সরল বিশ্বাসে জুস পান করেন ভিকটিম ও শিশু। কিছুক্ষণের মধ্যেই দুজন অচেতন হয়ে পড়েন।

তিনি বলেন, “অসৎ উদ্দেশ্যেই আরিফ চেতনানাশক মিশিয়ে জুস খাইয়েছিল। এরপর ঘরে ঢুকে ভেতর থেকে দরজা ও লাইট বন্ধ করে তিন ঘণ্টারও বেশি সময় অবস্থান করেছে—যা সন্দেহজনক।”

ভুক্তভোগীর ছেলে শরীফ হোসেন বলেন, “রাত ৮টার দিকে আরিফ আসে এবং মা ও ছোট ভাইকে জুস খেতে দেয়। আমি কিছুক্ষণ পর বাইরে চলে যাই। রাত ১১টার দিকে ফিরে এসে দরজা খুলে দেখি মা ও ভাই অচেতন অবস্থায় পড়ে আছে। আরিফ খাটের নিচে লুকিয়ে ছিল। পরে লোকজন ডাকার ফাঁকে সে পালিয়ে যায়।”

চরমার্টিন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের সভাপতি ও ইউপি সদস্য তারেক রহমান রকি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে অচেতন ও অগোছালো অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দিয়ে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়।”

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মীর আমিনুল ইসলাম মঞ্জু বলেন, “ভুক্তভোগীকে জুসের সঙ্গে চেতনানাশক খাওয়ানোর অভিযোগে ভর্তি করা হয়েছে। এমন ক্ষেত্রে দুই ঘণ্টার মধ্যে স্টমাক ওয়াশ করাটা জরুরি। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।”

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভিকটিমের খোঁজ নিয়েছি। চিকিৎসা শেষে তিনি অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৮০% এই কি তাহলে শিবির ছিলো?

নালিতাবাড়ীতে দুই দিন ব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন।

“দক্ষ যুবক গড়বে দেশ,নালিতাবাড়ি তে জাতীয় যুব দিবস পালন।

নদীতে হারিয়ে যাওয়া জীবন: জিঞ্জিরামে গোসল করতে গিয়ে প্রাণ হারালেন অবহেলিত বৃদ্ধা জহুরা খাতুন

নির্বাচন নয়, নেতৃত্বে চাই ড. ইউনূস: সাধারণ মানুষের অভিমত

উপদেষ্টা আসিফ মাহমুদের উদ্ভট বক্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ।

ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

জিনজিরাম নদীর ওপারে সৌর প্ল্যান্ট: উন্নয়নের আলো জ্বালানোর নতুন অধ্যায়

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা

নালিতাবাড়ী থানার ওসি মোঃ সোহেল রানা টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত