কিশোরগঞ্জ প্রতিনিধি:
মোঃ দ্বিন ইসলাম, পিতা – মোঃ উম্মত আলি ও মাতা – নূরজাহান, স্থানীয় ঠিকানা – গ্রাম মহিনন্দন, ইউনিয়ন মহিনন্দন, থানা ও জেলা – কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা – 142356, মুকসুদপুর, 6709, 768, কিশোরগঞ্জ—এর মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেছে।
ঘটনাটি ঘটে গত সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সকাল ১০টা ৩০ মিনিটে। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুকসুদপুর গ্রামে অজ্ঞাত কারণে কাগজপত্র হারিয়ে যায়।
হারিয়ে যাওয়া গাড়িটি একটি TVS 4V ব্র্যান্ডের মোটরসাইকেল (Motorcycles), যার ইঞ্জিন ক্ষমতা 160 CC। মোটরসাইকেলের চেকিং নম্বর হলো PS637L33131।
গাড়িটির ঠিকানা: মুকসুদপুর, লতিবাবাদ, কিশোরগঞ্জ সদর।
গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ায় মালিক কর্তৃপক্ষ ও স্থানীয় থানা পুলিশের সহায়তা কামনা করেছেন।