শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থী পাশ কার্ড চালু

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থীদের জন্য বিশেষ ‘পাশ কার্ড’ চালু করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় হাসপাতালের কনফারেন্স রুমে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ডা. মো. একরাম আহসান (জুয়েল), উপাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন বিভাগ);
ডা. সাইফুল ইসলাম, উপপরিচালক;
ডা. এস. কে. এম. নাজমুল হাসান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (হেমাটোলজি বিভাগ);
এবং ডা. মীর নূর-উস-সাদ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন বিভাগ)।

এছাড়া বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী।

বক্তারা বলেন, রোগী দর্শনার্থী পাশ কার্ড চালুর মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা ও রোগীসেবা আরও উন্নত হবে। দর্শনার্থীদের প্রবেশ-নিয়ন্ত্রণ সহজ হবে এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব থাকবে। সাইফুল মালেক বলেন, এই হাসপাতালের ভিতরে কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, এতে রোগিদের অনেক ভোগান্তি হতে হয়,

অনুষ্ঠানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মো:আল আমিন,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রৌমারী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

নালিতাবাড়ীর বৃদ্ধা লুৎফন নাহারের জরাজীর্ণ জীবনের একটি নিরাপদ ঘরের স্বপ্ন

নালিতাবাড়ী সীমান্তে আবারও পুশইন,বাংলাদেশের ২১ রোহিঙ্গাকে

২১ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

🎙️ প্রতিবেদন: ফিলিস্তিনের পক্ষে কিশোরগঞ্জে জনতার গর্জন

খুলনা মহানগরীতে অবৈধ জুয়া ও র‌্যাফেল ড্র এর বিরুদ্ধে কে এম পি পুলিশের অভিযান।

ড্রাগন মার্শাল আর্ট এর শুভ শুভ উদ্বোধন হচ্ছে চৌদ্দশত কিশোরগঞ্জে।

নালিতা বাড়িতে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেন।

যাত্রাপুরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।